শ্রেষ্ঠ মানুষেরা – [পর্ব ১২] – ইউসুফ (আঃ), মিসরের অধ্যায় Saturday, 15 February, 2020 by w3cv তাঁর ভাইয়েরা তাঁকে কুয়োতে ফেলে দেয়ার পর, ছোট্ট ইউসুফ (আঃ) কে মিসরগামী এক কাফেলা উদ্ধার করে। নতুন এক জগতে, নতুন এক সমাজে বেড়ে উঠতে লাগলেন ইউসুফ (আঃ), এবং মোকাবেলা করেন তাঁর এই অধ্যায়ের চ্যালেঞ্জগুলোকে।