সিরাহ ৬ – সরাসরি নির্যাতন | Bangla Seerah Thursday, 20 January, 2022 by w3cv নবীজি (সঃ) এর ইসলাম প্রচার রুখে দেয়ার বিভিন্ন অপকৌশলে ব্যার্থ হয়ে, কুরাইশের মুশরিকেরা সাহাবিদের ওপর সরাসরি নির্যাতন আরম্ভ করল। ইবনে আব্বাস (রঃ) বলেন, সে সময়ে সাহাবিদের এত তীব্র নির্যাতন সহ্য করতে হত, যে তারা ব্যাথার কারনে ঠিকভাবে উঠে বসতে পারতেন না। #seerah #banglaseerah #বাংলাসিরাহ