পবিত্র আল-কুরআন আমাদের পূর্নাঙ্গ বিধান। এই জীবন বিধান অনুসরনেই রয়েছে আমাদের ইহকাল ও পরলৌকিক জীবনের সাফল্য। জীবনের প্রতি ক্ষেত্রে চলার পথে আল-কুরআনেই রয়েছে সঠিক দিক নির্দেশনা। তাই পবিত্র কুরআনের মর্মার্থ বুঝাসহ তা অনুসন্ধানের জন্য আসুন আল-কুরআন পড়ি। আল-কুরআন এর সাথে চলি।
একই আলোকে “Study Al Quran To Understand” পবিত্র কোরআন বুঝে পড়ুন –এই বিশেষ শিক্ষা কার্যক্রম এর সাপ্তাহিক ক্লাস চলছে।